জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে আ. লীগ নেতৃবৃন্দ

SAMSUNG CAMERA PICTURES

 

আগামী নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীদের ভূমিকা পালন করতে হবে

জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি পৌর কাউন্সিলর সোয়েব আহাম্মদ অঞ্জন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সম্মেলনে বক্তরা বলেন, ছাত্রলীগের রাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতের যতো আন্দোলন সংগ্রাম হয়েছে তার সাথে ছাত্রলীগের গৌরবজ্জ্বল ভূমিকা রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। বক্তরা বলেন, আগামী দিনের নেতৃত্ব দিতে ছাত্রলীগকে যোগ্যতম হয়ে গড়ে উঠতে হবে। এর জন্য প্রয়োজন সঠিক নেতৃত্ব। বক্তারা আরও বলেন, আগামী নির্বাচনে ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার বিজয়ে বিরাট ভূমিকা পালন করবে।

কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফ হোসেন দুদু।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর ওয়াসিম রাজার পরিচালনা সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা রেনুকা আক্তার রিতা, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মাফি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জানিফ। সম্মেলনের শুরুতে কলেজের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। তবে এ দিন নতুন কমিটির নাম ঘোষণা করা হয়নি। সম্মেলনে যুবলীগ নেতা খায়রুল বাশার শিপলু, এসএ শরিফুল ইসলাম, মজিবর রহমান, মিল্টন, জুম্মাত, মুকুল, সেকেন্দার, বিল্লাল, তানভীর, জামিরুল খান, শামীম সরোয়ার, জুয়েল আহম্মেদ, ইকতিয়ার, সেলিম উদ্দিন, ফারুক, মানিক, আকাশ, মেহেদী, রফিকুল, আসাদ, শিপন, মনিরুল ইসলাম প্রমুখ মঞ্চে উপস্থিত ছিলেন।