গাংনীতে ৬টি বাড়িতে আগুন : ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কল্যাণপুর ও ভরাট গ্রামে ৬টি বাড়িতে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঘর ও আসবাদপত্রসহ জিনিসপত্র পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে কল্যাণপুর গ্রামের ইয়াকুব আলীর বাড়ির রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ে তার বাড়িঘরে। প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করেও নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছিলো না। আগুন লেগে যায় প্রতিবেশী রুহুল আমিন, জিয়াউর রহমান, আশা মিয়ার বাড়িতে। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ততোক্ষণে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে বেশ কয়েকটি গবাদিপশুর শরীর ঝলসে যায়। ক্ষতিগ্রস্ত বাড়িঘর গুলোর ছাউনি, বেড়া, আসবাবপত্র ও বাড়ির মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীরা অসহায় হয়ে পড়েছেন। অপরদিকে সোমবার রাতে ভরাট গ্রামের জাহাঙ্গীর হোসেনের রান্নাঘরের চুলার আগুন থেকে বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। এতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।