কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার আলামপুরে সড়ক দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সাইদুল ইসলাম সদর উপজেলার হরিশংকরপুর এলাকার বাবুর ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন চৌধুরী জানান, দুপুরে সাইদুল ইসলাম মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে বৃত্তিপাড়ায় যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পুলিশ নিহত যুবকের মৃতদেহ উদ্ধার করে কুষ্টিয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালমর্গে পাঠিয়েছে।