আলমডাঙ্গার পুটিমারী গ্রামে সন্দেহভাজন দুই পানচোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রাম থেকে পানচোর সন্দেহে দুজনকে আটক করে পুলিশে দেয়া হয়েছে। একজনকে ধরে গণধোলাই দিয়ে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও একজনকে ধরে পুলিশে দেয় গ্রামবাসী।

জানা গেছে, গত সোমবার গভীর রাতে আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামের মৃত ইমানের ছেলে তৈয়বের পান বরজ থেকে এলাকার চোর চক্র ১১ পিলির পান ভেঙে নিয়ে যায়। গতকাল বিকেল ৩টার দিকে গ্রামবাসী একই গ্রামের মুজামের ছেলে চিহ্নিত ইসমাইলকে চোর সন্দেহে আটক কর হয়। পরে তার স্বীকারোক্তিতে একই গ্রামের ঘরজামাই ইয়ারুলকে (৩৫) আটক করে গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখে গ্রামবাসী। পরে সন্দেহভাজন দুই চোরকে গণধোলাই শেষে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশে সোপর্দ করে গ্রামের লোকজন। পরে পান মালিক তৈয়ব বাদী হয়ে মামলার প্রক্রিয়া করছিলেন বলে এলাকাসূত্রে জানা গেছে।