হুইল চেয়ারে ক্রিকেট খেলতে প্রতিবন্ধী টিম ভারতে

 

স্টাফ রিপোর্টার: হুইল চেয়ারে বসে ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধীদের একটি টিম ভারতে গেছে। গতকাল সোমবার সকালে ১৫ জন শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারসহ ২১ সদস্যের একটি দল আখাউড়া স্থলবন্দর হয়ে ভারতের ত্রিপুরার আগরতলায় পৌঁছায়। প্যারা স্পোর্টস ফাউন্ডেশন নামে ভারতের প্রতিবন্ধী ক্রিকেট দলের সঙ্গে তিন ম্যাচের একটি ক্রিকেট সিরিজ খেলবে বাংলাদেশের দলটি। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিবন্ধী বিষয়ক সংগঠন ‘ড্রিম ফর ডিজ অ্যাবিলিটি ফাউন্ডেশন’ দেশের বিভিন্ন জায়গার প্রতিবন্ধীদের সমন্বয়ে ক্রিকেট দলটি গঠন করেছে। সকাল সাড়ে ১০টায় বাংলাদেশের ক্রিকেট দল আখাউড়া স্থলবন্দরের নো-ম্যান্সল্যান্ডে পৌঁছায়। সেখানে তাদের ফুল দিয়ে স্বাগত জানান ত্রিপুরা প্রতিবন্ধী অধিকার মঞ্চের রাজ্য সম্পাদক সলিল দেবনাথ ও ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. আশিকুর রহমান। বাংলাদেশের টিম লিডার মো. হেদায়েতুল আজিজ সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন জেলার ১৫ জনকে নিয়ে গত ছয় মাস আগে একটি ক্রিকেট দল গঠন করা হয়। খেলোয়াড়দের মধ্যে ছয়জনই ব্রাহ্মণবাড়িয়ার। প্রতিবন্ধী ক্রিকেট দলের অধিনায়ক মো. হাবিব মোল্লা বলেন, খেলার অনুশীলনের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের আশা তিনটি ম্যাচে বিজয় লাভ করে দেশের সুনাম বয়ে আনতে পারবো। সিরিজ শেষে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশের খেলোয়াড়রা দেশে ফিরবেন বলে জানা গেছে।