মেহেরপুর পুলিশের সপ্তাব্যাপী বিশেষ অভিযান

 

মেহেরপুর অফিস: সম্প্রতি খুলনা বিভাগীয় রেঞ্জে যোগদানকৃত পুলিশের ডিআইজি দিদার আহমেদের নির্দেশে খুলনা বিভাগের দশ জেলায় চলতি মাসের ৩ থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়। তারই ধারাবাহিকতায় মেহেরপুর জেলাতেও এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, চলতি মাসের ৩ তারিখ থেকে ৯ তারিখ পর্যন্ত বিশেষ অভিযানের সময় পুলিশ এ জেলা থেকে একটি এলজি ও এক রাউন্ড গুলি উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে। তাছাড়া পরিচালিত অভিযানের সময়ে ১৩ গ্রাম হিরোইন, ৫ পিস ইয়াবা, ৩৭৫ বোতল ফেনসিডিল, ৫৮৫ গ্রাম গাঁজা ও বিভিন্ন মামলার ১৮৫ জন আসামি গ্রেফতার করা  হয়েছে।

উল্লেখ্য, মেহেরপুর পুলিশ জেলায় বিভিন্ন জায়গায় বাড়ি ভাড়া নিয়ে যেসব ভাড়াটিয়া বসবাস করছেন তাদের তথ্যও বাড়ির মালিকের নিকট থেকে গ্রহণ করছে।