কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদা অঞ্চলের মাঠে মাঠে এখন কৃষকের সোনালি স্বপ্ন বাতাসে দোল খাচ্ছে। সোনালি ধানের শীষে ভরে উঠেছে মাঠ। সেই সাথে রঙিন হয়ে উঠছে প্রান্তিক চাষিদের স্বপ্ন। মাঠজুড়ে এখন সোনালী স্বপ্নের ছড়াছড়ি। আগামী বোশেখ মাসের মাঝামাঝি থেকে দামুড়হুদা অঞ্চলের কৃষকরা ধান কাটা শুরু করবে। বোশেখ মাসই পুরোদমে ইরি কাটা-মাড়াই শুরু ও শেষ করবেন তারা। চলতি মরসুমে সময় মতো অনুকূল আবহাওয়া থাকায় অন্যসব বছরের চেয়ে ইরি চাষাবাদ ভালো হয়েছে। আশানারূপ ফলনের সম্ভাবনাও রয়েছে। এলাকার মাঠগুলোতে যতদূর চোখ যায়- চারদিকে শুধু সোনালি ফসলের সমারোহ।
কুড়ুলগাছি ইউনিয়ন এলাকার ধান্যঘরা এলাকার কৃষক ইউসুফ আলী জানান, চলতি মরসুমে ৮ বিঘা জমিতে তিনি ইরি ধান চাষা করেছেন। তিনি বলেন, পুরো মাঠ এখন সোনালি রঙে সেজেছে। মাঠে গেলে বাতাসের দোলে মন-প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের কৃষক আব্দুল হামিদ জানান, চলতি মরসুমে ১০ বিঘা জমিতে ইরি চাষা করেছেন তিনি। অন্য সব কৃষকের চেয়ে একটু আগাম ধান রোপণ করেছেন।
দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা জানান, চলতি মরসুমে মাঠে অন্য সব বছরের চেয়ে ধানের শীষ ভালো আছে। এবার বাম্পার ফলনের ব্যাপক সম্ভবনা রয়েছে।