চুয়াডাঙ্গার পোয়ামারী গ্রামে ডাকাতি

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা পরিবারের সবাইকে জিম্মি করে মোষ বিক্রির ২ লাখ টাকা ও গয়নাগাটি লুট করে নিয়ে গেছে। গত শনিবার দিনগত রাত দেড়টার দিকে আলমডাঙ্গার পোয়ামারী গ্রামে আবদুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে। দরিদ্র রাজমিস্ত্রি টাকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের পোয়ামারী গ্রামের মৃত নীলচাঁদ মণ্ডলের ছেলে রাজমিস্ত্রি আবদুস সালাম জানান, গত বুধবার ২ লাখ ১৬ হাজার টাকায় একজোড়া মোষ বিক্রি করি। গত শনিবার রাতে ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলাম। রাত দেড়টার দিকে একদল ডাকাত মাথার ওপর ধারালো অস্ত্রশস্ত্র ধরে জিম্মি করে। এ সময় তারা ঘরের জিনিসপাতি তছনছ করে গলার চেন, কানের দুল ও ২ লাখ টাকা লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে আলমডাঙ্গা থানার এসআই জিয়াউর রহমান ওই বাড়ি পরিদর্শনে যান। এ ব্যাপারে তিনি জানান, বাড়িটি পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের ধরতে চেষ্টা চলছে।