গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলিসহ ঝন্টু মিয়া (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত রোববার রাতে হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার ঝন্টু মিয়া গাংনী উপজেলার পার্শ্ববর্তী কুষ্টিয়ার মিরপুর উপজেলার আসাননগর গ্রামের নাসির ফকিরের ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, রাতে টহল পুলিশের দল হেমায়েতপুর এলাকায় দায়িত্ব পালন করছিলো। এসময় পুলিশের ওই দলের সামনে পড়ে ঝন্টু মিয়া। সন্দেহজনক অবস্থায় দেখে পুলিশ তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি এলজি সার্টারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। তার নামে অস্ত্র আইনে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও তার নামে মিরপুর, গাংনী ও আলমডাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে গতকালই তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করে পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে গাংনী থানাসূত্রে জানা গেছে।