মাথাভাঙ্গা মনিটর: আইপিএলে জয়ের ধারা অব্যাহত রেখেছে মোস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। দ্বিতীয় ম্যাচে অধিনায়ক ডেভিড ওয়ার্নারের ব্যাটিং তাণ্ডবে গুজরাট লায়ন্সকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে হায়দরাবাদ। গুজরাটের দেয়া ১৩৬ রানের টার্গেট ২৭ বল হাতে রেখেই টপকে যায় হায়দরাবাদ। গতকাল রোববার টস হেরে ব্যাট করতে নামা গুজরাট আফগান স্পিনার রশিদ খানের বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৫ রান করে। গুজরাটের ওপেনিং জুটিতে ৩৫ রান আসে। নিজের প্রথম ওভারেই ব্রেন্ডন ম্যাককালামকে ফেরান রশিদ খান। ম্যাককালাম ৫ রান করেন। এরপর ৩১ রান করা জেসন রয়কে ফেরান ভুবনেশ্বর কুমার। নিজের দ্বিতীয় ওভারে অ্যারন ফিঞ্চকে ফেরান রশিদ। ফিঞ্চ ৩ রান করেন। সুরেশ রায়নার উইকেটটিও তুলে নেন এ লেগ স্পিনার। রায়না ৫ রান করেন। রশিদ খান তিনজনকেই লেগ বিফোরের ফাঁদে ফেলেন। এরপর ডুয়াইন স্মিথ ও দিনেশ কার্তিক ৫৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন। স্মিথ ৩৭ রানে ভুবির বলে আউট হলে পরের ওভারেই নেহারার বলে ৩০ রান করে আউট হন কার্তিক। এরপর ধাওয়াল কুলকার্নি ১ রান করে রশিদ খানের থ্রোতে রান আউট হন। বাসিল থাম্পি ১৩ এবং প্রভিন কুমার ৭ রান নিয়ে অপরাজিত থাকেন। রশিদ খান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন।
জবাব দিতে নেমে দলীয় ৩২ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে প্রভিন কুমারের বলে সাজঘরে ফেরেন শেখর ধাওয়ান। তবে অধিনায়ক ওয়ার্নার এবং মইসেস হেনরিকস মিলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন। ওয়ার্নার ৪৫ বলে ৭৬ এবং হেনরিকস ৩৯ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ওয়ার্নারের ইনিংসটি ৪টি ছক্কা ও ৬টি চারের মারে সাজানো। অন্যদিকে ৬টি চারে ইনিংস সাজান হেনরিকস।