ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করতে মেহেরপুরে প্রস্তুতি সভা

 

মেহেরপুর অফিস: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা গতকাল রোববার দুপুরে মেহেরপুর পৌর হলে অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এসএম কামাল। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, সহসভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, অ্যাড. মিয়াজান আলী, মাহাবুবুর রহমার মধু, অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, ইউপি চেয়ারম্যান শাহ জামাল, মিজানুর রহমান রানা, সাবেক ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী মাষ্টার প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দলের ভেতরের সব বিবাদ ভুলে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। এজন্য দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দলের সব নেতা কর্মীদের নাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। যাতে স্থানীয় ও জাতীয় সব নির্বাচনে নৌকার প্রতীককে বিজয়ী করা যায়।