শ্রীলঙ্কা থেকে কোলকাতায় সাকিব

 

মাথাভাঙ্গা মনিটর: সুষ্ঠুভাবেই শ্রীলঙ্কা সফর শেষ করেছে বাংলাদেশ। তিনটি সিরিজেই ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগাররা। গতকাল শুক্রবার ঢাকায় ফিরেছে বাংলাদেশ টিম। সবাই ফিরলেও সাকিব আল হাসান দেশে ফেরেননি। আইপিএল খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সরাসরি চলে গেছেন ভারতে। সেখানে যোগ দেবেন কোলকাতা নাইট রাইডার্সে (কেকেআর)। আইপিএলে দুবার চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখ খানের দল কোলকাতা নাইট রাইডার্স। সেই দুবারই ব্যাটে-বলে অবদান রেখেছেন সাকিব। সেজন্যই বাংলাদেশি এই তারকাকে রেখে দিয়েছে কেকেআর।
সাকিবের দল কেকেআর নিজেদের প্রথম ম্যাচে গত শুক্রবার মাঠে নামছে। রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের মুখোমুখি হবে তারা। তবে আজ হয়তো নাও খেলতে পারেন সাকিব।