বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কের ভুলটিয়া বাজারের প্রাইভেটকারের ধাক্কায় ৩ জন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মুজিবর রহমানের ছেলে শাহিন (২০), নজরুল ইসলামের ছেলে আসিক (২৩) ও হাসানহাটি গ্রামের মৃত নবীসদ্দির ছেলে নাসির (৩০) নয়মাইল ভুলটিয়া বাজার কফি হাউজের দোকানে বসেছিলেন। এ সময় ঝিনাইদহ ছেড়ে আসা একটি প্রাইভেটকার (যশোর-খ-১১-৯০৬৬) রাস্তার পাশে থাকা আলমসাধুকে ধাক্কা দিলে আলমসাধুটি দ্রুত ছুটে যায় কফি হাউজের দিকে। এ সময় দোকানে বেঞ্চে বসে থাকা শাহিন, আসিক, নাসির ও ঝিনাইদহ সদরের বোড়াই গ্রামের আলমসাধু চালক আজগর আলীর ছেলে আসাদ আহত হন। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে জনতার সহযোগিতা প্রাইভেটকারটি আটক করে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করে বলে সূত্রে জানা যায়। এ বিষয়ে সিঁন্দুরিয়া ক্যাম্প পুলিশের ইনচার্জ কাজি বায়োজিদ আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি ঘটনাস্থলে যাইনি। সরোজগঞ্জ ক্যাম্পে ইনচার্জ শফিক আহমেদ জানান, ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি আটক করে ক্যাম্পে আনা হয়েছে। চালক পালাতক রয়েছে।