মাথাভাঙ্গা মনিটর: বাপকা বেটা শাহরুখ পুত্র আবরাম খান। পিতা-পুত্রের দারুণ সখ্যতা প্রায় সময় পেজ-থ্রির পাতায় স্থান করে নেয়। এবারো তার ব্যতীক্রম হলো না। গতকাল শুক্রবার আইপিএল’র তৃতীয় ম্যাচে কেকেআর ও গুজরাট লায়ন্সের ম্যাচ দেখেতে মাঠে হাজির হন কেকেআর মালিক ও বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের পাঞ্জাবে দ্য রিং সিনেমার শুটিং করেই তিনি উড়ে চলে আসেন গুজরাটে। সঙ্গে ছিলো আদরের ছোট ছেলে আবরাম। রাজকোটের স্টেডিয়ামের গ্যালারিতে গিয়ে বাপ বেটা দুজনেই কেকেআরের জন্য চিয়ার করতে থাকে। কেকেআরও হতাশ করেনি মালিককে। উদ্বোধনী জুটিতে ১৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আইপিএল রেকর্ড তৈরি করে গুজরাটের বিপক্ষে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় কেকেআর। খেলা চলাকালে স্টেডিয়ামের ক্যামেরা বারবার খুঁজে ফেরে শাহরুখ-আবরামকে। তাদের খুনসুটির মুহুর্তগুলো দর্শকরাও বেশ উপভোগ করেন। মাঠ থেকেই শাহরুখ টুইটারে একটা ছবিও শেয়ার করেন। ছবিতে দেখায় যায়, শাহরুখ ও আবরাম দুজনের বুকে একই ধরনের ট্যাটু আকা আছে। লাইক ফাদার লাইক সন। যদিও জামার কারণে পুরো ট্যাটু দেখা যায়নি তবুও ছোট্ট আবরামের ট্যাটু পুরো বি-টাউনেই ঝড় তুলছে।