টিপ্পনী:

খবর:(সাত শিশুকে ধর্ষণ : প্রধান শিক্ষক আটক)

মানুষ নামের পশুর সাথে
অসুরও যায় হেরে,
বলতে পারিস মানুষ নামের
সেই পশুটা কে রে?

তিনি হলেন টিচার
করতে হবে বিচার
তার কাছে আর কেউ কোরো না
স্যালুট হ স্যার জি স্যার।

তোমার যতো আকাম কুকাম
হলো শেষে ফাঁস
ফঁসকে যাওয়ার পথটা গায়েব
আছে আঝোড় বাঁশ।

বাঁশ ছোড়াগে জেলের গেটে
জেলের ঘানি টান,
সামনে আছে ফাঁসির ঝুঁকি
বুঝলে মানিক চান।

-আহাদ আলী মোল্লা