স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর হাসপাতালে রোগীর সাথে থাকার জন্য ভিজিটর গেটপাস পদ্ধতি চালু করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসা ব্যবস্থাপনা কমিউনিটি সাপোর্ট কমিটির মাসিক সভা শেষে গেটপাস পদ্ধতির উদ্বোধন করে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ সাইদুল করিম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন ডা. রাশেদা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কানিজ হোসেন জাহান, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আইয়ুব হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. অপূর্ব কুমার সাহা, সিনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. এমদাদুল হক, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. শেখ সেলিম, বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. দুলাল চক্রবর্তী। আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতি উদ্বোধন করার মাধ্যমে রোগীর সাথে থাকার জন্য ভিজিটরদের গেটপাস লাগবে। এছাড়া হাসপাতালে নির্দিষ্ট সময় ব্যতীত অন্য সময় রোগীর সাথে কাউকে থাকতে হলে অবশ্যই এই পাস ব্যবহার করতে হবে।