স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক ভোজ সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় প্রতিষ্ঠানের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা কালেক্টটরেট স্কুল অ্যন্ড কলেজের সভাপতি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবপ্রসাদ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা, আঞ্জুমানআরা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মৃনাল কান্তি দে ও এনডিসি তরিকুল ইসলাম। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ মাসুদুজ্জামান। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক সায়মা ইউনুস বলেন, চুয়াডাঙ্গা জেলা শহরের দুটি সরকারি স্কুলের পাশাপাশি আরো একটি মানসম্মত বিদ্যালয় চুয়াডাঙ্গাবাসীর জন্য কাঙ্ক্ষিত ছিলো। সময়ের দাবি হিসেবে চুয়াডাঙ্গার শিক্ষাঙ্গণকে আরো একধাপ এগিয়ে নেয়ার জন্য সকলের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ নামের বিদ্যালয়টি আমরা প্রতিষ্ঠিত করেছি। সেখানে মানসম্মত পড়ালেখাও হচ্ছে বলে অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন। বিভিন্ন সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতায় ভালো করছে বিদ্যালয়টি। গত ২৬ মার্চে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে প্রথমবারের মত ডিসপ্লেতে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অধিকার করে সকলের মন জয় করেছে। আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ২২টি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস ক্ষুদে শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দিয়ে বার্ষিক ভোজের আনুষ্ঠানিকতা শুরু করেন। এরপর বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের হাতে খাবার তুলে দেয়া হয়।