কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল শনিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহেশপুর-কোটচাঁদপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. নবী নেওয়াজ। বিশেষ অতিথি ছিলেন, পুলিশের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, পৌর মেয়র মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের মহিলা সদস্য শামীম আরা হ্যাপি, ক্রিকেট জগতের অলরাউন্ডার সাকিব-আল হাসানের পিতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মসরুর রেজা কুটিল, আওয়ামী লীগ নেতা ফারজেল হোসেন মণ্ডল, শহিদুজ্জামান সেলিম, কাজী আলমগীর ও মীর কাসেম আলী প্রমুখ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন কোটচাঁদপুর মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুর রহমান।