মাথাভাঙ্গা মনিটর: আফগানিস্তানের উত্তরাঞ্চলে পৃথক দুটি সংঘর্ষে সাত জঙ্গি নিহত ও অপর ১৯ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোমবার বলখ প্রদেশের চিমতাল জেলার গুজার গ্রামে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে ব্যাপক সংঘর্ষে ৭ জঙ্গি নিহত ও ১৮ জন আহত হয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাদেশিক রাজধানী মাজার-ই-শরিফ নগরীর চিমতালে তালেবান জঙ্গি গ্রুপ সংশ্লিষ্ট দুই শতাধিক সশস্ত্র বিদ্রোহী সরকারি বাহিনীর কাছে আত্মসমর্পণের দুদিন পর সেখানে এ সংঘর্ষ হলো। সামরিক বাহিনীর ওই বিবৃতিতে আরো বলা হয়, একই দিন পাশের কুন্দুজ প্রদেশে নিরাপত্তা ফাঁড়িতে শত্রু পক্ষের অপর এক হামলা নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রতিহত করে। এতে এক জঙ্গি নিহত ও অপর একজন আহত হয়। এ ব্যাপারে এখন পর্যন্ত তালেবান গ্রুপের কোন মন্তব্য পাওয়া যায়নি।