মেহেরপুর অফিস: মেহেরপুরে হেরোইন ও ফেনসিডিল রাখার দায়ে নাজমুল হুদা (৩৩) নামের এক যুবকের বিরুদ্ধে পৃথক দুটি আদেশ দিয়েছেন আদালত। একটিতে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড এবং অপরটিতে ৭ বছরের সশ্রম কারাদণ্ড, ৫শ টাকা জরিমানা আনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুরের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা ওই আদেশ দেন। দণ্ডিত নাজমুল হুদা গাংনী উপজেলার উত্তর ভরাট গ্রামের নাকার হোসেনের ছেলে।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ আগস্ট গাংনী থানার এসআই আব্দুল জলিল মাতুব্বরের নেতৃত্বে পুলিশের একটি দল বামন্দী বাজার এলাকা থেকে ১৪ বোতল ফেনসিডিল ও ২৬ গ্রাম হেরোইনসহ নাজমুল হুদাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় ৬ জন সাক্ষী প্রদান করেন।
মামলায় সরকারের পক্ষে অতিরিক্ত পিপি কাজী শহিদুল হক আইনজীবীর দায়িত্ব পালন করেন। তবে আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।