জুড়ানপুর সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে উপনির্বাচন আগামী ১৬ এপ্রিল : ১ পদের বিপরীতে লড়ছেন ৬ প্রার্থী

 

দামুড়হুদা/জুড়ানপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ এপ্রিল। নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রিটার্নিং অফিসার দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মোকলেছুর রহমান গত ৯ মার্চ তফসিল ঘোষণা করেন। তিনি জানান, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিলো ২০ মার্চ, বাছাই ২১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিলো ২৮ মার্চ এবং প্রতীক বরাদ্দ দেয়া হয় ২৯ মার্চ। ওই ওয়ার্ডে ১টি পদের জন্য লড়ছেন ৬ প্রার্থী। এরমধ্যে রামনগর গ্রামের জবেদা খাতুন (হেলিকপ্টার), একই গ্রামের বিথি খাতুন (বক), রাশিদা বেগম (তালগাছ), দলিয়ারপুরের জামেনা খাতুন (মাইক), একই গ্রামের পারভীন আক্তার (সূর্যমুখী ফুল) এবং কলাবাড়ি গ্রামের রাশিদা খাতুন (কলম) প্রতীক নিয়ে লড়ছেন। এদিকে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লা। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। চাচ্ছেন ভোট ও দোয়া। দেয়ালে পোস্টার লাগানো বিধান না থাকলেও আইন অমান্য করে রামনগর ক্লাবঘরে সাটানো হয়েছে পোস্টার।

উল্লেখ্য, ওই ওয়ার্ডে নির্বাচিত সদস্য সাহার বানু গত বছরের ৬ ফ্রেরুয়ারি স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুজনিত কারণে ওয়ার্ডটি শূন্য হয়।