কিশোরী আমনকার চলে গেলেন…

মাথাভাঙ্গা মনিটর: হিন্দুস্তানি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতত শিল্পী কিশোরী আমনকার গত রাতে মারা গেছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। তাঁর বয়স হয়েছিলো ৮৪ বছর। পারিবারিক সূত্র জানায়, মুম্বাইয়ে তার নিজের বাড়িতে মারা যান এ শিল্পী। ১৯৩২ সালে ১০ এপ্রিল তার জন্ম হয়। ছিলেন ঐতিহ্যবাহী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীততের অন্যতম কণ্ঠশিল্পী। শাস্ত্রীয় সঙ্গীততে তিনি ছিলেন জয়পুর ঘরানার অনন্য নজির। তার মা মোগুবাই কুরদিকারও ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীততশিল্পী, যিনি জয়পুর ঘরানার শীর্ষ মণি আল্লাদিয়া খাঁ সাহেবের কাছে সঙ্গীতত শেখেন। মায়ের হাতেই সঙ্গীততের হাতে খড়ি হয় কিশোরীর। এরপর তিনি তৈরি করেন শাস্ত্রীয় সঙ্গীততে তার নিজস্ব ধারা। অন্যান্য ঘরানাকেও তার এ ধারা প্রভাবিত করে। শিল্পীর মৃত্যুতে বলিউডের সঙ্গীতত ও চলচ্চিত্রের তারকারা শোকবার্তা দিয়েছেন। কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর বলেন, সঙ্গীততে তার অনেক বড় অবদান ছিল। মধুর ভাণ্ডরকার টুইট করেছেন, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীততের শীর্ষ এ শিল্পীর চলে যাওয়া সত্যিই দুঃখের। তার সঙ্গীততই তাকে অমর করে রাখবে।