স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার ভালাইপুর গ্রামে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি বিক্রি করা হচ্ছে। অবাধে মাটি ইট ভাটায় বিক্রি করার ফলে গ্রামের দুটি রাস্তা ভেঙে গর্তে ধসে যাওয়ার উপক্রম হয়েছে। এছাড়া ধুলোবালুতে অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামবাসী। প্রধান সড়ক দিয়ে মাটি বহনের ফলে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়ক ও ভালাইপুর আসমান খালী সড়কে সামান্য বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যাচ্ছে। এতে ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে গ্রামের ইউপি মেম্বার মৌখিক করেও কোনো প্রতিকার হয়নি।
জানা গেছে, ভালাইপুর গ্রামের মুচিপাড়ার অদূরে মৃত দাউদ আলী মণ্ডলের ছেলে আব্দুল আজিজ ওরফে আকাইলে তার নিজ ট্রাক্টারসহ ৬টি ট্রাক্টর ভাড়া নিয়ে ড্রেজার মেশিন ভিড়িয়ে পুকুর কাটছেন। এতে গ্রামের রাস্তা দুটি ভেঙে গর্তে পরিণত হচ্ছে।