আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের আহম্মদ মোল্লার বিরুদ্ধে ৭ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে গ্রামবাসী আহম্মদ মোল্লাকে উত্তমমধ্যমসহ চুল-দাড়ি কেটে দিয়েছে। এ ঘটনার পর ওই ব্যক্তি গতকালই গ্রাম থেকে পালিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
গ্রামসূত্রে জানা যায়, আলমডাঙ্গার বাদেমাজু গ্রামের আহম্মদ মোল্লা এক স্কুলছাত্রী সন্ধ্যায় প্রাইভেট পড়তে যাওয়ার সময় তাকে ফুঁসলিয়ে বাড়ির ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এ অভিযোগের ভিত্তিতে গ্রামবাসী মৃত আশরাফ খন্দকারের ছেলে আহম্মদ মোল্লাকে সোমবার রাতে বাড়ি থেকে ধরে আনে। পরে তাকে উত্তমমধ্যম শেষে চুল-দাড়ি কেটে দেয়। এদিকে এ ঘটনার পর গতকাল আহম্মদ মোল্লা বাড়ি ছেড়ে পালিয়েছে বলে জানায় এলাকাবাসী।