হাসপাতালের সেবার মান বৃদ্ধির ব্যবস্থা নেয়া হবে

দামুড়হুদায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এমপি টগর

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (চিৎলা হাসপাতাল) ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চিৎলা হাসপাতাল কনফারেন্স রুমে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, বেতন নেবে এখানে আর কাজ করবে ঢাকায় এ সুযোগ আর কাউকেই দেয়া হবে না। এই হাসপাতালের জন্য জরুরিভিত্তিতে একটি নতুন অ্যাম্বুলেন্স ও এক্স-রে মেশিনের ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। এছাড়া সিসি ক্যামেরাসহ হাসপাতালকে নতুনভাবে সাজানো হবে। অচিরেই স্বাস্থ্য কমপ্লেক্সের (চিৎলা হাসপাতাল) স্বাস্থ্য সেবার বৃদ্ধি করা হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নানা পরিকল্পনা গ্রহণ করে চলেছে। বিনা চিকিৎসায় কেউ যেন মারা না যায় তা নিশ্চিত করতে হবে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সাত্তার, ডা. আবু বকর সিদ্দিক, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. নুরনবী, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, হাসপাতাল দোকান মালিক সমিতির সভাপতি আবু হাসানুজ্জামান শাহিন প্রমুখ। সভা পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেডিকেল টেকনোলজিস্ট হা-মিম হাসান জোয়ার্দ্দার।