ভূমি সেবা সপ্তাহে চুয়াডাঙ্গা-মেহেরপুর ও ঝিনাইদহে আলোচনাসভায় বক্তারা -দেশ গড়ার যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে

 

স্টাফ রিপোর্টার: ভূমি সেবা সপ্তাহ ২০১৭ উপলক্ষে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশের বিভিন্নস্থানে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় বক্তারা পহেলা এপ্রিল থেকে ৭ এপ্রিল ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এসময়ে মানুষের সর্বোচ্চ সেবা প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীদেরকে বছরজুড়ে সেবা নিশ্চিত করতে হবে। বর্তমান সময় এসেছে নাগরিক সেবা সহজীকরণ। আগে মানুষ সেবা নিতে সরকারি দফতরে যেতো। এখন মানুষের দৌড় গোড়ায় যেতে হবে। দেশ গড়ার যুদ্ধে সবাইকে অংশগ্রহণ করতে হবে। চুয়াডাঙ্গায় গতকাল শনিবার বেলা ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপপরিচালক (স্থানীয় সরকার) আনজুমান আরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. কলিমুল্লাহ, সরকারী কৌসূলী (জিপি) মোল্লা আব্দুর রশিদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান ও চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এসএম ইস্রাফিল। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তরিকুল ইসলাম।

অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃনাল কান্তি দে, সহকারী কমিশনার (ভূমি) পুলক কুমার মণ্ডল এবং জেলা ইউনিয়ন ভূমি অ্যাসোসিয়েশনের সভাপতি আতিকুল হক।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে ৭ দিনব্যাপী ভূমি সপ্তাহর বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে উপজেলা হলরুমে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সমাজ সেবা অফিসার আবু তালেব, জামজামি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, কুমারী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সের মেডিকেল অফিসার ডা. তাপস কুমার ঘোষ, খাদ্য পরিদর্শক দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মহাবুল ইসলাম, ভূমি মালিক মজিবর রহমান, ভূমি সহকারী রফিকুল ইসলাম, খাইরুল ইসলাম, আমজাদ হোসেন, মোল্লা মতিয়ার রহমান, মিজানুর রহমান, ভূমি অফিসের সার্ভেয়ার মাজেদুল ইসলাম, নাজির-সোহেল রানা, অফিস সহকারী আসমান আলী, আশরাফ আলী, তরিকুল ইসলাম প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় ভূমি সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সাকী সালাম, উপজেলা মৎস্য অফিসার আইয়ুব আলী, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা। ভূমি সেবা সপ্তাহের লক্ষ্য ও উদ্দেশ্য, দলিল, দাখিলা, ডিসিআর, খারিজ, পর্চাসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সভায় বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাজির হামিদুল ইসলাম।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর গাংনীতে ভূমি সেবা সপ্তাহ পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা প্রশাসন আয়োজিত র‌্যালির নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) এসএম জামাল আহম্মেদ। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় ভূমি সেবা সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন এসএম জামাল আহম্মেদ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, একটি বাড়ি একটি খামার প্রকল্প সমন্বয়কারী মনোয়ার হোসেন, উপ সহকারী পাট কর্মকর্তা আলমগীর হোসেনসহ সহকারী ভূমি কর্মকর্তবৃন্দ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে ভূমি সেবা সপ্তাহ পালিত হচ্ছে। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে মুজিবনগরে শোভাযাত্রা করেছে মুজিবনগর উপজেলা ভূমি অফিস। গতকাল শনিবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনাসভায় উপস্থিত ছিলেন থানা ইনচার্জ (ওসি) কাজী কামাল হোসেন, সার্ভেয়ার শাহাদুল ইসলাম, সাটিফিকেট পেসকার হামিদুল ইসলাম ও বাগোয়ান, মোনাখালী, দারিয়াপুর এবং মহাজনপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাবৃন্দ। ভূমি অফিসের কর্মকর্তারা বলে উপজোলার ৪ ইউনিয়নে ১ থেকে ৭ এপ্রিল পর্য়ন্ত ভ্রাম্যমাণ ভূমি সেবা দেয়া হবে।

ঝিনাইদহ জানিয়েছেন, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট চত্বর আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ ভূমি অফিসের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

 

Leave a comment