জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মনোহরপুর-খয়েরহুদা সড়কের একটি কলাবাগানের ভেতরে অপরিচিত কয়েক জনকে ঘুরাঘুরি করতে দেখে ডাকাত সন্দেহে এলাকাবাসী তাদের ঘিরে ফেলে। একপর্যায়ে ধাওয়া করলে সকলেও পালিয়ে গেলেও অজ্ঞাত একজনকে আটক করে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। তাকে মারাত্মক আহত অবস্থায় পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। পুলিশ তাকে চিকৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। তবে মারাত্মক অসুস্থ হওয়ায় তার নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
জীবননগর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শনিবার রাতে এলাকাবাসী একজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করেছে। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতের নাম এখনো জানা যায়নি। সে ডাকাত দলের সদস্য না চোরাচালানী তা তদন্ত করে বলা যাবে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত ২৭ মার্চ মনোহরপুর-খয়েরহুদা সড়কে গণছিনতাইয়ের পর একতারপুরে গণডাকাতি করা হয়। এ সময় এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যায় ডাকাতদল। পরে তাকে দেহাটির একটি ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ ঘটনার পর এ এলাকায় চরম ছিনতাই ও ডাকাত আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী সন্ধ্যায় সজাগ দৃষ্টি রাখছে বলে জানা গেছে।