জীবননগরে মুক্তিযোদ্ধা লাল পুলিশের ইন্তেকাল

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানার সাবেক পুলিশ কনস্টেবল নারায়ণপুর গ্রামের লাল মোহাম্মদ অরফে লাল পুলিশ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…….রাজেউন)। গতকাল শনিবার ভোরে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। গোপালগঞ্জ জেলার বাসিন্দা লাল পুলিশকে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন করা হয়েছে। পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এসময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম ও মুক্তিযোদ্ধা কমান্ডার সামসুল আলম ছাত্তারসহ মুক্তিযোদ্ধাগণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a comment