আলমডাঙ্গায় ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: কৌশলে দিনদুপুরে আলমডাঙ্গা শহরে ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাশবাক্স ভেঙে নগদ টাকা নিয়ে মোটরসাইকেলে দ্রুত সটকে পড়ার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টায় আনন্দধামে এ ঘটনা ঘটে। ওই ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ থেকে এক মুখঢাকা যুবক ও তার পেছনে আরেক সুদর্শন যুবককে মোটরসাইকেলে সটকে পড়তে দেখা যাচ্ছে।

জানা গেছে, আলমডাঙ্গা শহরের আনন্দধামে আব্দুর রব’র ভূষিমালের আড়ৎ রয়েছে। গতকাল বেলা ১১টার দিকে আব্দুর রহমান একটু বাড়ির অভ্যন্তর থেকে আসছি বলে তার ৭ বছরের ছেলেকে আড়তের ক্যাশে বসিয়ে যান। আড়তের পেছনেই বাড়ি। ছেলেকে বসিয়ে রেখে যেতে না যেতেই মোটরসাইকেলে দুই যুবক আড়তে উপস্থিত হয়। তারা আব্দুর রবের শিশু পুত্রকে জিজ্ঞেস করে তার বাপ কোথায়? বাড়ির ভেতরে গেলো জানাতেই একজন বলে উঠে দ্রুত ডেকে আন তো আমাদের খুব দরকার। তাদের কথামত শিশুটি বাড়ির ভেতর তার আব্বাকে ডাকতে গেলে মাত্র ৩-৪ মিনিটের মধ্যে আব্দুর রহমান দোকানে ফিরে কাউকে দেখতে পায়নি। পরে দেখেন ক্যাশবাক্সের তালা ভাঙা। ক্যাশে রাখা ৮৪ হাজার টাকাও উধাও। পরে আড়তের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখতে পান হোন্ডা ট্রেজার ১৫০ সিসি মোটরসাইকেলে ওই দু যুবক পালিয়ে যাচ্ছে। চালকের মাথায় হেলমেট, মুখ ঢাকা। পেছনের যুবকের মুখের অর্ধেক দেখা যাচ্ছে। যুবকটি সুদর্শন। এ বিষয়টি থানা পুলিশকে অবহিত করেছেন বলে ক্ষতিগ্রস্ত আব্দুর রব জানিয়েছেন।