বাংলাভিশনের বর্ষবরণ : চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহের আয়োজনে বক্তাদের অভিন্ন উক্তি
স্টাফ রিপোর্টার: বাংলাভিশনে বিনোদনমূলক অনুষ্ঠানে যেমন সুস্থ ধারার সংস্কৃতির ছোঁয়া, তেমনই সঠিক সংবাদও দেয় সবার আগে। চুয়াডাঙ্গা, মেহেরপুরে বাংলাভিশনের ১২ বছরে পদার্পণ উৎসবে বক্তারা এ মন্তব্য করে বলেন, ১২ বছর ধরে বাংলাভিশন শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে বাংলাভাষা-ভাষি সকলের হৃদয়ের বৈদ্যুতিন গণমাধ্যম হিসেবে ঠাঁই করে নিয়েছে। সফল হোক, স্বার্থক হোক বাংলাভিশনের অগ্রযাত্রা।
বাংলাভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রধান কার্যালয় ঢাকার নূরটাওয়ারে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ছিলো দেশের শীর্ষস্থানীয় জ্ঞানীগুণিদের পদচারণাসহ কেককাটার উৎসবে মাতোয়ারা। আর জেলায় জেলায়, বিভাগে বিভাগে ছিলো মন মাতানো আয়োজন। চুয়াডাঙ্গাতেও তার কমতি ছিলো না। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে সর্বস্তরের উপস্থিতি আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। উৎসবের পোশাকে বর্ণাঢ্য সাজে সজ্জিত হয়ে বের হয় শোভাযাত্রা। জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে ফিরে মিলিত হয় আলোচনাসভায়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাব সভাপতি আজাদ মালিতা, বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা জেলা সভাপতি মাহাতাব উদ্দীন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওয়াহেদুজ্জামান বুলা। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন চুয়াডাঙ্গায় কর্মরত বৈদ্যুতিন ও মূদ্রণ গণমাধ্যমের প্রতিনিধি, সুশিল সমাজসহ বাংলাভিশনের সর্বস্তরের সাধারণ দর্শকদের অনেকে। সভায় স্বাগত বক্তব্য দেন বাংলাভিশনের চুয়াডাঙ্গা প্রতিনিধি সরদার আল আমিন। আলোচনাসভা শেষে শিশু সাফিউল আমিন শীর্ষকে সাথে নিয়ে অতিথিরা কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়ে উৎসবস্থল মাতিয়ে তোলেন। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইসলাম রকিব। আপ্যায়ন পর্ব শেষে লাল সবুজ আবির মেখে মোটরসাইকেল যোগে মোটরসাইকেল র্যালি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার পাশে বাংলাভিশনের দর্শকদের অনেকেই হাত নেড়ে স্বাগত জানান। টাউনফুটবল মাঠের নিকট র্যালি পৌঁছুলে তাতে যোগ দেন নাইটিঙ্গেল একাডিমির পরিচালকসহ প্রতিষ্ঠানের খেলোয়াড়েরা।
আলোচনাসভায় বক্তারা বলেন, বাংলাভিশনের বছর জুড়েই থাকে সাজানো অনুষ্ঠান মালা। বিশেষ দিনগুলো উপলক্ষে বিশেষ আয়োজনেও থাকে এগিয়ে। অপসংস্কৃতি রোখার চেষ্টাতেও ঘাটতি নেই। রাজনীতির খবর, খেলার খবরে যেমন বস্তুনিষ্ঠতা, তেমনই ঢাকার বাইরের খবরেও দেয়া হয় যথাযথ গুরুত্ব। সব মিলিয়ে চমৎকার। এই বেসরকারি চ্যানেলটির বর্ষবরণ আয়োজনে চুয়াডাঙ্গার আয়োজনে সর্বস্তরের অংশগ্রহণ তারই অন্যতম উদাহরণ।
মেহেরপুর অফিস জানিয়েছে, শোভাযাত্রা, আলোচনাসভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে মেহেরপুরে বাংলাভিশনের ১২তম জন্মদিবস পালন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে শহীদ ড. সামসুজ্জোহা পার্ক মোড় হয়ে একটি শোভাযাত্রা জেলা শহর প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবে এসে বাংলাভিশনের জন্মদিবস উপলক্ষে সুধী সমাবেশ করা হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি ও জাতীয় সাহিত্য পরিষদ জেলা শাখার সভাপতি শিক্ষাবিদ প্রভাষক (অব.) নূরুল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বাংলাভিশনের মেহেরপুর প্রতিনিধি আবু লায়েছ লাবলু। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর থিয়েটারের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য ও জেলা উন্নয়ন ফোরামের সভাপতি সাংবাদিক রফিক-উল-আলম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ কেক কেটে বাংলাভিশনের জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন। দ্বিতীয় পর্বে মেহেরপুর সাহিত্য পরিষদের আয়োজনে জমকালো সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পেশাজীবী অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।