সিরিজ জিততে চায় বাংলাদেশ

মাথাভাঙ্গা মনিটর: জয় দিয়ে দুর্দান্তভাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করেছিলো বাংলাদেশ। ফলে সিরিজে ১-০ ব্যবধানে লিড নেয় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই তৃতীয় ও শেষ ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয়া দারুণ এক সুযোগ মাশরাফির দলের সামনে। আর এই সুযোগটা কাজে লাগাতে বদ্ধ পরিকর টাইগাররা। গেলো দুদিন বাংলাদেশ দলের ফুরফুরা মেজাজ, তেমনই ইঙ্গিত দিচ্ছে। তবে সিরিজ হার এড়াতে তৃতীয় ম্যাচে জয় চায় শ্রীলঙ্কাও। এমন লক্ষ্য নিয়েই কলম্বোতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোটর্স ক্লাব মাঠে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।টেস্ট সিরিজের শেষ ম্যাচ জিতে ওয়ানডে লড়াইয়ে নামে বাংলাদেশ। রঙিন পোশাকেও বিধ্বংসী রূপে দেখা যায় টাইগারদের। তামিম ইকবালের ১২৭, সাকিব আল হাসানের ৭২ ও সাব্বির রহমানের ৫৪ রানের কল্যাণে শ্রীলঙ্কার সামনে ৩২৫ রানের বড় টার্গেট ছুড়ে দেয় বাংলাদেশ।সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হয় স্বাগতিক শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত নিজেদের দক্ষতা দেখাতে পারেনি তারা। বাংলাদেশ বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে না পেরে ২৩৪ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। ফলে ৯০ রানের জয়ে সিরিজে লিড নেয় বাংলাদেশ।তবে দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর পথ তৈরি করে ফেলে শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করে কুশল মেন্ডিসের ১০২ রানের সুবাদে ৩১১ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। স্বাগতিকদের দলীয় স্কোর আরও বাড়তে পারতো, যদি না ইনিংসের শেষ ওভারে হ্যাট্রিকসহ ৩ উইকেট না নিতেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। মাঠে তাসকিন ঝড়ের পরই আকাশজুড়ে নামে বৃষ্টি। সেই বৃষ্টির তেজ পরবর্তীতেও অব্যাহত থাকায়, শেষ অবধি ম্যাচটিই পরিত্যক্ত হয়ে যায়। সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েই থাকে বাংলাদেশ। ফলে সিরিজ জয়ের দারুণ এক সুযোগ এখনও বিদ্যমান টাইগারদের সামনে। সেই সাথে এটিও নিশ্চিত, এবারের ওয়ানডে সিরিজ হারছে না বাংলাদেশ। তারপরও সিরিজ জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল অনুশীলন শেষে তৃতীয় ওয়ানডে নিয়ে হাথুরু বলেন, ‘দল হিসেবে সেরাটা খেলেই প্রথম ম্যাচে জিতেছি আমরা। আমাদের ব্যাটিং ছিলো দুর্দান্ত। তবে ঘরের মাটিতে শ্রীলঙ্কাও দুর্দান্ত দল। তাই ভালো খেলেই শেষ ম্যাচ জিততে হবে আমাদের।’