চোখ দিয়ে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্কে আঘাতদেশের

শিক্ষককে পিটিয়ে হাসপাতালে পাঠালেন ছাত্রের বাবা

স্টাফ রিপোর্টার: শাসন করায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক মাদরাসা শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে আহত করেছেন শিক্ষার্থীর বাবা।
গতকাল বৃহস্পতিবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শিধইল দাখিল মাদ্রাসায় এ ঘটনাটি ঘটে। আহত শিক্ষকের নাম ইউনুস আলী। তিনি ওই মাদরাসার শিক্ষক। মাদরাসার অধ্যক্ষ আজিজার রহমানসহ অন্যান্য শিক্ষকরা জানান, ইয়ামিন নামে সপ্তম শ্রেণির শিক্ষার্থী কয়েকজন মেয়েকে উত্ত্যক্ত করতো। এ অভিযোগে শিক্ষক ইউনুস আলী অফিসে ডেকে এনে ছাত্র ইয়ামিনকে সর্তক করে দেন। এতে অপমান বোধ করায় সে তার বাবা ইসমাইল হোসেনকে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে। এতে তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে মাদরাসার গেটে গেলে ইয়ামিনের বাবা ও তার আত্মীয়-স্বজন লাঠিসোঁটা দিয়ে ইউনুস আলীকে পেটাতে থাকে।

 

হাটহাজারীতে নলকূপে পানির বদলে গ্যাস!

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারীতে নতুন স্থাপনকৃত নলকূপ থেকে পানির বদলে গ্যাস বের হচ্ছে। গতকাল বৃহস্পতিবার হাটহাজারী পৌরসভার মিরের খিল গ্রামের লোকজন বিষয়টি জানতে পারে। স্থানীয়রা জানান, তিনদিন আগে মিরের খিল গ্রামের ইউসুফ মেম্বার বাড়ির মো. ফয়জুল্লাহ নামে এক ব্যক্তি সদ্য ক্রয়কৃত জায়গায় ৬০০ ফুট গভীরের নলকূপ স্থাপন করেন। গতকাল বৃহস্পতিবার এলাকার কয়েকজন যুবক নলকূপের পাশে শোঁ শোঁ আওয়াজ শুনতে পান। ওই এলাকার বাসিন্দা হাটহাজারী কলেজের অফিস সহকারী ইফতেখার উদ্দিন জানান, যুবকরা বিষয়টি জানালে রাতে নলকূপের সাথে আরেকটি পাইপ জোড়া লাগিয়ে আগুন দিতেই তা জ্বলতে শুরু করে।

 

সিলেটে ছাত্রদল কর্মীকে কুপিয়ে খুন

স্টাফ রিপোর্টার: সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আবুসিনা ছাত্রাবাসের গেটে ডন হাসান (৩৫) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় পিস্তল ও রামদাসহ তিন যুবককে আটক করে জনতা। তারা হচ্ছেন- রাব্বী, সাজু ও সাথী। তিনজনই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত হাসান মেডিকেলের পার্শ্ববর্তী মুন্সীপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। সিলেট কোতোয়ালী থানার ওসি সোহেল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসমানী হাসপাতাল সূত্র জানায়, হামলার পর ঘটনাস্থলেই নিহত হন হাসান। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হলেও আগেই তার মৃত্যু হয়।

 

চোখ দিয়ে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্কে আঘাত

স্টাফ রিপোর্টার: র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই ময়নাতদন্ত হয়। পরে ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানান, মস্তিষ্কে বোমার স্প্লিন্টারের আঘাতে আবুল কালাম আজাদ মারা গেছেন। তিনি বলেন, আবুল কালাম আজাদের বাম চোখে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্কে আঘাত করে। এতেই তার মৃত্যু হয়েছে। ওই স্প্লিন্টার আমরা বের করেছি। তার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ডা. সোহেল মাহমুদ জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সকাল সাড়ে ৭টায় র‌্যাব গোয়েন্দা প্রধানের মরদেহ ঢামেকে আনা হয়। সকাল ৯টায় ময়নাতদন্ত শুরু হয়। শেয় হয় পৌনে ১০টায়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আবারও সিএমএইচে নেয়া হয়েছে। প্রসঙ্গত, ২৫ মার্চ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লে. কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সিএমএইচে নেয়া হয়।