মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান হিসেবে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরই সরে দাঁড়াবেন শাহরিয়ার খান। আগামী আগস্টে শেষ হবে তার বর্তমান মেয়াদ। ‘ব্যক্তিগত এবং স্বাস্থ্যগত’ কারণে মেয়াদ আর বাড়াতে চাননা তিনি। ২০১৪ সাল থেকে পিসিবি প্রধানের দায়িত্বে থাকা ৮৩ বছর বয়সী এই কর্মকর্তা জানিয়েছেন তার এই পরিকল্পনার কথা ইতোমধ্যে পিসিবির প্রধান পৃষ্ঠাপোষক পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফকে জানিয়ে দিয়েছেন। লাহোরে একটি বোর্ড মিটিং শেষে শাহরিয়ার সাংবাদিকদের বলেন, ‘আগামী ১৮ আগস্ট বর্তমান মেয়াদ শেষ হবার পর আমি আর এই দায়িত্বে থাকতে চাই না বলে আমার সিদ্ধান্তের কথাটি বোর্ডকে জানিয়ে দিয়েছি। সভাপতি বা অন্য যে কোন পর্যায়েই আমি আর দায়িত্ব পালন করতে চাই না। আমার ব্যক্তিগত কারণ এবং স্বাস্থ্যগত কারণেই সিদ্ধন্তটি আমি নিয়েছি।’