আসমানখালী প্রতিনিধ: আলমডাঙ্গার ভাঙবাড়িয়ায় বাসের ধাক্কায় পাখিভ্যানের ৩ যাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, হাটবোয়ালিয়া থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী নিউ সুমি নামের একটি যাত্রীবাহী বাস একটি পাখিভ্যানকে ধাক্কায় দেয়। এতে ভ্যানের চালকসহ তিনজন আহত হন। এরা হলেন ভ্যানচালক নগরবোয়ালিয়ারবিল্লাল হোসেনের ছেলে শাহাদাৎ হোসেন (২৪), দুই যাত্রী বাঁশবাড়িয়া গ্রামের কাওসার আলী (৩৫) ও তার স্ত্রী কদবানু (৩০)। কাওসার আলী ও তার স্ত্রী কদবানুর দুই পা ভেঙে যায়। স্থানীয়রা আহতদের প্রথমে উদ্ধার করে হাটবোয়ালিয়ায় একটি ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।