আটলান্টায় অগুন লেগে ফ্লাইওভারে ধ্বস

কারাগারে দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের প্রথম দিন

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ার উচ্ছেদকৃত প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই শুক্রবার কারাগারে তার প্রথম দিন অতিবাহিত করলেন। সেখানকার আদালতের নির্দেশ অনুযায়ী তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। এই ঘটনায় তার সমর্থকরা বিলাপ করছে ও বিরোধীরা উল্লাস করছে। ভোরের আগেই সাবেক এই রাষ্ট্র প্রধানকে কারাগারে পাঠানো হয়। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গুয়েনকে গ্রেফতার করা উচিত হবে কি-না, তা নিয়ে শুনানি হয়। শুনানি শেষে তার গ্রেফতার অনুমোদন করেন আদালত। এরপর তাকে একটি ডিটেনশন সেন্টারে নেয়া হয়। গিউন-হের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, সরকারি তথ্য ফাঁস, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগ আছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি। গিউন-হেকে সম্প্রতি দেশটির সাংবিধানিক আদালত বরখাস্ত করেন। দুর্নীতির কেলেঙ্কারির জেরে পার্লামেন্টে অভিশংসন প্রস্তাব পাস হওয়ার পর দীর্ঘ শুনানি শেষে আদালত ওই রায় দেন।

 

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২২

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে শুক্রবার শিয়া প্রধান এলাকার একটি বাজারে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা একথা জানান। এদিকে চিকিৎসকরা জানান, কুররাম জেলার রাজধানী পরাচিনারে এ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন। সরকারি হাসপাতালের সার্জন মঈন বেগুম বলেন, পরাচিনার বাজারে শিয়া মতাবলম্বীদের একটি মসজিদের কাছে বোমা বিস্ফোরণে ২২ জন নিহত ও আরো ৭০ জনের মতো আহত হয়েছেন। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শহিদ আলী খান মসজিদের কাছে ঘটানো এ বোমা বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, এতে অনেক লোক আহত হয়েছে। তবে প্রকৃত সংখ্যা কতো তা আমি এ মুহূর্তে বলতে পারছি না।

 

গুজরাটে গরু জবাই করলে যাবজ্জীবন!

মাথাভাঙ্গা মনিটর: হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা গরুকে দেবতা হিসেবে বিবেচনা করে থাকে। ভারতের বহু রাজ্যেই গরু জবাই করা বেআইনি। তবে গরু জবাইকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করে ভারতের গুজরাট রাজ্যে নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনের আওতায় গরু জবাই করার অপরাধে কারো পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে। গরুর মাংস পরিবহন করার অপরাধে ১০ বছরের কারাদণ্ডেরও বিধান রাখা হয়েছে এই আইনটিতে। এই বিষয়ে ভারতে এখন পর্যন্ত এটাই সবচেয়ে কঠোর আইন বলে এক প্রতিবেদনে জানানো হয়েছে। নতুন এই আইনে বলা হয়েছে, এই অপরাধে কাউকে গ্রেফতার করা হলে তাকে জামিনও দেয়া হবে না। এই অপরাধের জন্যে জরিমানারও বিধান রাখা হয়েছে। এই জরিমানা ৫০ হাজার থেকে এক লাখ রুপি। এর আগ পর্যন্ত সাত বছরের কারাদণ্ডের বিধান ছিলো। কিন্তু এখন সেটিকে বাড়িয়ে যাবজ্জীবন করা হলো। আজ শনিবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। ভারতে হিন্দুরা গরুকে পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে থাকে। বহু রাজ্যেই গরু জবাই করা বেআইনি।

 

আটলান্টায় অগুন লেগে ফ্লাইওভারে ধ্বস

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের আটলান্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ব্যস্ততম ফ্লাইওভারের একটি অংশ ধ্বসে পড়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে এটি সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত কোনো ঘটনা নয় বলে জানিয়েছেন আটলান্টার মেয়র কাসিম রিড। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে তিনি বলেন, এটি সন্ত্রাসীদের কাজ নয় বলে আমি এফবিআইয়ের এ অঞ্চলের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্টকে অবহিত করেছি। এছাড়া আগুন লাগা এবং পরবর্তীতে ধ্বসের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেই হতাহত হয়নি। রিড বলেন, প্রাথমিকভাবে এটি এ অঞ্চলের নাজুক পরিবহণ ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে।