সেলিম সভাপতি হাবিল মাস্টার সাধারণ সম্পাদক নির্বাচিত

দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন যুবলীগের ত্রীবার্ষিক সম্মেলন সম্পন্ন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন যুবলীগের ত্রিবাষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলন শেষে নতিপোতা ৭ নং ওয়ার্ড সদস্য সেলিম উদ্দীনকে সভাপতি, হোগলডাঙ্গার হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিল মাস্টারকে সাধারণ সম্পাদক এবং নতিপোতার লুকমান হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী নতিপোতা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠ প্রাঙ্গণে নতিপোতা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক ওরফে ফাকের মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হামিদুল্লাহ বিশ্বাস, দামুড়হুদা উপজেলান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, সিরাজুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট, হযরত আলী, শেখ আসলাম আলী তোতা, আশরাফুল আলম বাবু, মোস্তাফিজুর রহমান মতি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু। চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর আলীর সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, আ.লীগ নেতা রবিউল হোসেন, জুলফিক্কার আলী ভূট্টু, খবির উদ্দীন, শাহাবুদ্দিন, রেজাউল করিম, আসাদুজ্জামান জোয়ার্দ্দার, মিজানুর রহমান লিটন, আবু তালেব মেম্বার, মোখলেছ মেম্বার, হারুন মাস্টার, তানজুল মাস্টার, হাবিুর রহমান হাবিল মাস্টার, আব্দুল মতিন, নতিপোতা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সেলিম মেম্বার, নাটুদহ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সোহরাব হোসেন, হাউলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আয়ুব আলী স্বপন, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান কচি, মামুন শাহ, ছাত্রলীগ নেতা জাকির হোসেন, তৌহিদ তুহিন, এসএম রাজ মাহমুদ প্রমুখ। শুরুতেই জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আজাদুল ইসলাম আজাদ বলেন, দেশের বিভিন্ন সঙ্কটময় মুহূর্তে যুবকরাই এগিয়ে এসে হাল ধরেছে। স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এদেশের যুবসমাজ এগিয়ে এসেছে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশ বর্তমানে উন্নয়নের মহাসড়কে। সরকারের সাফল্যে স্বাধীনতা বিরোধীচক্র ওই জামায়াত-শিবির বিভিন্ন নামে জঙ্গি আস্তানা গড়ে তুলে যুবসমাজকে নৈরাজ্যের পথে ধাবিত করে এদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা করছে। কিন্তু যুবলীগের কর্মীরা তা হতে দেবে না। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। প্রধান আলোচক চুয়াডাঙ্গা-২ আসনের এমপি আলী আজগার টগর বলেন, বিশ্বের যে সমস্ত নেতারা এদেশকে একটি তলাবিহীন ঝুড়ি বলতো তারাই আজ বাংলাদেশের প্রশংসা করছে। তারা বিভিন্ন সভা সেমিনারে বলছে দেশেরউন্নয়ন করতে হলে, দেশকে এগিয়ে নিতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পরামর্শ নেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ার যে স্বপ্ন দেখতেন তার আজ বাস্তব রূপ পেতে চলেছে। তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান। আলোচনা শেষে সেলিম উদ্দীনকে সভাপতি, হোগলডাঙ্গার হাবিবুর রহমান হাবিব ওরফে হাবিল মাস্টারকে সাধারণ সম্পাদক এবং নতিপোতার লুকমান হাকিমকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী নতিপোতা ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। এছাড়া ইউপি সদস্য আব্দুর রাজ্জাককে সভাপতি, মোস্তাফিজুর রহমান কচিকে সাধারণ সম্পাদক এবং সাজেদুল ইসলাম বিশ্বাস মিঠুকে সাংগঠনিক সম্পাদক করে কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের কমিটি ঘোষণা করেন দামুড়হুদা উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ ও যুগ্মআহ্বায়ক আব্দুল হান্নান ছোট।