দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ পরিবারসহ আহত ব্যক্তিদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টনের আহ্বানে সাড়া দিয়ে চুয়াডাঙ্গার সরোজগঞ্জস্থ স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ২১ বস্তা চাল, ২১ বস্তা ময়দা, ১০ কেজি করে আলু এবং তেল ও ডাল বিতরণ করে। পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের মাধ্যমে ওই সমস্ত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজিবুল হায়দার চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে নিহত ১৩ পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন প্রতিষ্ঠানের দু প্রতিনিধি জোনাল ম্যানেজার আবু বকর ও ইউনিট ম্যানেজার আবুল কাশেম। বড় বলদিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইউসুফ আলী, মদনা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বরকত আলী, বিজিবি ক্যাম্প কমান্ডার শফিকুল ইসলাম, বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন আরা, ইউপি সদস্য নাসরিন সুলতানা পারুল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় নিহত রফিকুলের স্ত্রী আলিমন নেছা এনজিও সংস্থা ব্র্যাকের কুড়ুলগাছি শাখা থেকে গত ২২ মার্চ উত্তোলনকৃত ১৫ হাজার টাকা ঋণ মওকুফ করা হয়। সেই সাথে বীমা দাবি হিসেবে নগদ ১০ হাজার এবং সঞ্চয়বাবদ ২ হাজার ৪০ টাকা মোট ১২ হাজার ৪০ টাকা সদস্য আলিমন নেছার হাতে তুলে দেন ব্র্যাকের কুড়ুলগাছি শাখার ম্যানেজার আলাউদ্দিন ও হিসাবরক্ষক মমতাজ খাতুন।
উল্লেখ্য, ২৬ মার্চ সকালে চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের জয়রামপুরে ট্রাক-আলমসাধুর মুখোমুখি সংর্ঘষে ১৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয় আরও ১২ জন। আহতদের মধ্যে ৪ জনকে রাজশাহী মেডিকেলে, ৪ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। বাকিরা প্রাথমকি চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরেছেন।