দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে মাঠ থেকে পাউয়ারটিলারযোগে ভুট্টা বহনের সময় পাউয়ারটিলার উল্টে রহিম (৪০) নামের কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বিষ্ণুপুর উত্তরপাড়ার মৃত ফতু মণ্ডলের ছেলে। গতকাল বুধবার বিকেল ৩টার দিকে বিষ্ণুপুরস্থ ভেড়ির মাঠ থেকে পাউয়ারটিলার করে নিজ জমির ভুট্টা বাড়িতে আনছিলেন। বিষ্ণুপুর ভাইমরা খালের ব্রিজের ওপর পৌঁছুলে ভুট্টাবোঝাই পাওয়ারটিলারটি উল্টে যায় এবং চালক রহিম ওই ভুট্টাবোঝাই পাউয়ারটিলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। ৩ সন্তানের জনক নিহত রহিম ছিলেন ৭ ভাই ও ২ বোনের মধ্যে সকলের ছোট। আজ বৃহস্পতিবার সকালে নিহত রহিমের লাশের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে এলাকাসূত্রে জানা গেছে।