হ্যামিলন্টন টেস্ট জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হ্যামিল্টন টেস্ট জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিক নিউজিল্যান্ড। চতুর্থ দিন শেষে ৫ উইকেট হাতে নিয়ে ৯৫ রানে পিছিয়ে রয়েছে প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার ৩১৪ রানের জবাবে প্রথম ইনিংসে ৪৮৯ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ১৭৬ রানের কল্যাণে প্রথম ইনিংস থেকে ১৭৫ রানের লিড পায় ব্ল্যাক-ক্যাপসরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ৫ উইকেটে ৮০ রান তুলে দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। উইলিয়ামসনের রেকর্ড সেঞ্চুরির কল্যাণে ৪ উইকেটে ৩২১ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো নিউজিল্যান্ড। ১৪৮ রানে অপরাজিত ছিলেন উইলিয়ামসন। সাথে ১৩ রানে অপরাজিত ছিলেন মিচেল স্যান্টনার।

চতুর্থ দিন নিজেদের ইনিংসটাকে আরও বড় করেছেন উইলিয়ামসন। ডাবল-সেঞ্চুরির পথেই হাটছিলেন তিনি। কিন্তু ১৭৬ রানেই থেমে যেতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে নিউজিল্যান্ডের কোন ব্যাটসম্যানের এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তার ২৮৫ বলের ইনিংসটি ১৬টি চার ও ৩টি ছক্কা দিয়ে সাজান উইলিয়ামসন।

উইলিয়ামসনের পর স্যান্টনার ৪১, উইকেটরক্ষক বিজে ওয়াটলিং ২৪ ও কলিন গ্র্যান্ডহোম ৫৭ রানে আউট হলে ৪৮৯ রান তুলতে সক্ষম হয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪টি করে উইকেট নেন মরনে মরকেল ও কাগিসো রাবাদা। প্রথম ইনিংসে ১৭৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিং-এ নেমে দ্বিতীয় ইনিংসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ৫৯ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসে তারা। ডিন এলগার ৫, ডি ব্রুইন ১২, হাশিম আমলা ১৯, জেপি ডুমিনি ১৩ ও তেম্বা বাভুমা ১ রান করে ফিরেন। দিন শেষে অধিনায়ক ফাফ ডু-প্লেসিস ও উইকেটরক্ষক কুইন্টন ডি কক ১৫ রান করে অপরাজিত আছেন। এতে ৫ উইকেটে ৮০ রান নিয়ে দিন শেষে করে সফরকারীরা। নিউজিল্যান্ডের অফ-স্পিনার জিতান প্যাটেল ২টি উইকেট নিয়েছেন।