মেসির থেকে রোনাল্ডোর আয় বেশি

মাথাভাঙ্গা মনিটর: ২০১৬-১৭ মরসুমে ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আয় করেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। গত মরসুমে রোনাল্ডো সর্বমোট আয় করেছেন ৮৭.৫ মিলিয়ন ইউরো (৯৫.৩ মিলিয়ন মার্কিন ডলার)। যা তাকে আর্জেন্টাইন প্রতিদ্বন্দ্বী লিয়নেল মেসির থেকে এগিয়ে রেখেছে। মেসির আয় ৭৬.৫ মিলিয়ন ইউরো বলে সূত্রমতে জানা গেছে। ফ্রান্স ফুটবল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এই তালিকায় ৫৫.৫ মিলিয়ন ইউরো আয় করে তৃতীয় স্থানে আছে মেসির ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার। পরের অবস্থানগুলোতে আছেন যথাক্রমে রিয়াল মাদ্রিদের ওয়েলস ফরোয়ার্ড গ্যারেথ বেল (৪১ মিলিয়ন ইউরো) ও চাইনিজ সুপার লিগের হেবেই ফরচুনের পক্ষে খেলা আর্জেন্টাইন তারকা এজেকুয়েল লাভেজ্জি (২৮.৫ মিলিয়ন ইউরো)।

কোচ হিসেবে ২৮ মিলিয়ন ইউরো আয় করে এই তালিকায় সর্বাগ্রে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের হোসে মরিনহো। সূত্রটি জানিয়েছে ২০১৬-১৭ মৌসুমে বেতন, বোনাস ও বিজ্ঞাপন থেকে আয়ের ভিত্তিতে এই তালিকা তৈরী করা হয়েছে।