মুজিবনগর প্রতিনিধি: ‘দুনীতি হলে শেষ, নিজে বাঁচবো-বাঁচবে দেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মুজিবনগরে দুনীতি প্রতিরোধ সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে মানিকনগর ডিএস আমিনিয়া আলিম মাদরাসা চত্বর থেকে মুজিবনগর উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক বাকের আলীর নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। র্যালিটি মুজিবনগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও মানববন্ধন এবং মাদরাসার হলরুমে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলার দুর্নীতি দমন কমিশনের সদস্য ও মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, অত্র মাদরাসার অধ্যক্ষ আহাম্মদ আলী, প্রভাষক নাসিরউদ্দীনসহ বিভিন্ন শেণি-পেশার মানুষ র্যালিতে অংশ নেন।