মহেশপুর প্রতিনিধি: মহেশপুর দোবিলা বিলের মৎস্য সমবায় সমিতির সভাপতি আলতাফ হোসেনকে একটি মামলায় আটক করে সোমবার জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী ও মহেশপুর থানা সূত্রে প্রকাশ, উপজেলার আজমপুর গ্রামের রকিব উদ্দিনের ছেলে আমির হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, আজমপুর গ্রামের আরশাদ আলীর ছেলে আলতাফ হোসেন ও আব্দুল কুদ্দুসসহ ১০-১২ জনের একটি দল আজমপুর দোবিলা মৎস্য অফিসে সৈয়দপুর গ্রামের অফিসকক্ষে প্রবেশ করে পাহারাদার জুয়েলকে মারধর এবং নগদ ৪০ হাজার টাকা ও মাছ ধরার জাল চুরি করে নিয়ে যায়। অন্যদিকে আলতাফ হোসেনের পরিবার জানায়, আলতাফ হোসেন ওই বিলে লিজগ্রহণের প্রতিদ্বন্দ্বী। একটি রেজিস্ট্রেশন বাতিলকৃত সমিতির নামে ওই বিল ইজারা বর্ধিত করার প্রতিবাদে বিভিন্ন জায়গায় অভিযোগ দায়ের করার কারণে তাকে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় আটক করে। মহেশপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই ফরিদ জানান, আলতাফ হোসেনেকে নিয়মিত মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।