বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে জুয়া: দুই ভারতীয় গ্রেফতার

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার প্রথম ম্যাচ নিয়ে বসা জুয়ার আসর থেকে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার ভারতের গুজরাট প্রদেশের গোদরায় এ ঘটনা ঘটে। ভারতের পত্রিকা ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, গোদরা পুলিশের লোকাল ক্রাইম ব্রাঞ্চ (এলসিবি) অভিযান চালিয়ে সুনিল অমলচন্দনি এবং কৈলাশ চেতওয়ানিকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি ল্যাপটপ, ১৯টি মোবাইলফোন এবং দুটি টিভি সেটসহ কয়েক ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়েছে।

তবে এই জুয়া চক্রের মূলহোতা স্থানীয় বিজেপি কাউন্সিলর চেতন সাতভানিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। প্রসঙ্গত, গত শনিবার ডাম্বুলায় প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৯০ রানের বড় জয় পায় বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে রযেছে বাংলাদেশ।