বাংলাদেশের শততম টেস্টে জয় নিয়ে আইসিসির ‘সন্দেহ’

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশের শততম টেস্ট ঘিরে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা-আইসিসির সন্দেহ শুরু হয়েছে। আর এই সন্দেহের মূলে রয়েছেন শ্রীলঙ্কান জাতীয় দলের একজন ক্রিকেটার। যার নাম প্রকাশ করেননি আইসিসির অ্যান্টিকরাপশন ইউনিটের (আকসু) কর্মকর্তারা। এক ভক্তের ফোন কল ধরে তদন্ত শুরু করেছেন আকসুর কর্মকর্তারা। শ্রীলঙ্কার টেস্ট দলের ওই খেলোয়াড়কে আমেরিকা থেকে কল করেন এক ভক্ত। তাদের কথোপকথন ঘিরেই যতো সন্দেহ। ওই ক্রিকেটারকে এরই মধ্যে জিজ্ঞাসাবাদও করেছে আকসু। তবে এখনও সন্দেহজনক কিছু পাননি আকসুর কর্মকর্তারা। এ ব্যাপারে আকসুর শ্রীলঙ্কান কর্মকর্তা লক্ষ্মণ ডি সিলভা বলেছেন, হ্যাঁ। আমরা ফোন কলের বিষয়ে ওই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছি। এখনও সন্দেহজনক কিছু পাইনি। তবে আরও তদন্ত চালিয়ে যাবো। আসল ঘটনা জানতে হবে। ওই ভক্ত আসলে কে? অথবা এখানে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি-না সে বিষয়ে তদন্ত করতে হবে’ যোগ করেন তিনি।

তবে এই ঘটনায় একাধিক ক্রিকেটার জড়িত থাকতে পারে বলে যে দাবি করা হয়েছে তা উড়িযে দিযেছেন ডি সিলভা। কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশ তাদের শততম টেস্টে মাঠে নামে। লংকানদের ৪ উইকেটে হারিয়ে শততম টেস্টে জয় পায় টাইগাররা।