স্টাফ রিপোর্টার: দৈনিক মাথাভাঙ্গার সহকারী পেস্টার বখতিয়ার হোসেনের পিতা আকছেদ আলী ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহে……….রাজেউন)। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃতকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। গতরাতেই মরহুমের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়।
চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় বঙ্গজপাড়ার মৃত মোবারক মণ্ডলের ছেলে আকছেদ আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। মৃতকালে আকছেদ আলী স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতকুরসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। গতরাত ১১টার দিকে বঙ্গজপাড়ার কবরস্থানে জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। আকছেদ আলী ছোট ছেলে বখতিয়ার হোসেন দৈনিক মাথাভাঙ্গার সহকারী পেস্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
আকছেদ আলীর মৃত্যুতে দৈনিক মাথাভাঙ্গা পরিবার গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।