স্টাফ রিপোর্টার: দামুড়হুদার মুক্তারপুরের সুমনের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণ অপচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে ঘাস তুলতে যাওয়া ওই স্কুলছাত্রীকে ভুট্টা পুড়িয়ে খাওয়ানোর কথা বলে তাকে ধর্ষণের চেষ্টা চালা। সুমন ওই মুক্তারপুর মোল্লা বাজারপাড়ার আব্দুল হান্নানের ছেলে। সুমনের বিরুদ্ধে এর আগেও এ ধরণের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। ওই স্কুলছাত্রীকে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগসূত্রে জানা গেছে, দামুড়হুদার মোক্তারপুর গ্রামের তৃতীয় শ্রেণির ছাত্রী (৯) তার চাচাতো এক ভাই (৯) ও বোনের (৮) সাথে নিয়ে গ্রামের পার্শ্ববর্তী মাঠে হাঁসের বাচ্চার জন্য ঘাস তুলতে যায়। মোক্তারপুর মোল্লাবাজার পাড়ার আব্দুল হান্নানের ছেলে সুমন ভুট্টা পুড়িয়ে খাওয়ানোর কথা বলে ওই স্কুলছাত্রী হাত ধরে ক্ষেতের মধ্যে নিয়ে যায়। সেখানে সুমন তাকে ধর্ষণের চেষ্টা চালায়। স্কুলছাত্রী চিৎকার করলে সুমনের হাতে থাকা হেঁসো দেখিয়ে তাকে ভয় দেখায়। দুজনের ধস্তধস্তির সময় মাঠের একজন দেখে ফেলে। এ সময় সুমন পালিয়ে যায়। বাড়ি ফিরে স্কুলছাত্রী তার মায়ের কাছে সবকিছু খুলে বলে। গতকাল মঙ্গলবার সকালে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনা জানাজানি হলে সুমনের ভাই হেবা ওরফে হেবা শাহ গতকাল রাতে বিষয়টি মীমাংসা করার জন্য ৩০ হাজার টাকাও দিতে চাই। গ্রামবাসী জানায়, সুমনের বিরুদ্ধে আগেও গ্রামের এক যুবতীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ওই যুবতীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সেখানে ৯০ হাজার টাকার বিনিময়ে আপস করা হয়।