দর্শনা অফিস: স্লিপ’র অর্থায়নে দর্শনা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুল জব্বার। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা সহকারী উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল আলম। সহকারী শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরুপ দাস, জুয়েল হোসেন, সহকারী শিক্ষক পিয়ারী খানম, মেরিনা পারভীন, আব্দুল হামিদ প্রমুখ।