স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেএমবি নেতা শায়খুল ইসলাম রাকিবকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৪ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক গতকাল মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে এই আদেশ দেন।
আদালতসূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। ওই ঘটনায় চুয়াডাঙ্গা থানার তৎকালীন এসআই আব্দুল মোতালেব বাদী হয়ে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তদেরকে আসামি করে সদর থানায় দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৪ ধারায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে একই থানার এসআই কামরুজ্জামান খান ২০০৭ সালের ৮ মার্চ শায়খুল ইসলাম রাকিবকে আসামি করে আদালতে চার্জশীট দাখিল করেন।
আলোচিত মামলায় ১২ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক গতকাল মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালত থেকে কড়া নিরাপত্তার মধ্যেদিয়ে আসামি শায়খুল ইসলামকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নিয়ে যায় পুলিশ। মামলাটি আসামি পক্ষে অ্যাডভোকেট এমএম শাহজাহান মুকুল এবং রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আবু তালেব বিশ্বাস-এপিপি পরিচালনা করেন।