জীবননগর ব্যুরো: জীবননগর শহরের হাইস্কুলপাড়া থেকে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ন্যাচারাল এগ্রি কেয়ারের মার্কেটিং অফিসার মাহবুব মোটরসাইকেটি বাসার সামনে রেখে ভেতরে ঢুকেছিলেন। বাইরে বেরিয়ে দেখেন মুহূর্তের মধ্যে চোর তার হিরোহোন্ডা মোটরসাইকেলটি চুরি করে পালিয়ে গেছে।
জানা যায়, যশোর জেলায় বাড়ি মাহবুব ন্যাচারাল এগ্রি কেয়ারে মার্কেটিং অফিসার পদে জীবননগর উপজেলাতে কর্মরত রয়েছেন। তিনি হাইস্কুলপাড়ায় বাসা ভাড়া নিয়ে পরিবার পরিজনসহ থাকেন। গতকাল দুপুরে তিনি বাসায় ঢোকেন। এসময় মোটরসাইকেলটি অন্যান্য দিনের মতো বাইরে রেখে যান। একটু পরে বাইরে এসে দেখেন চোরচক্র তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে।