জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাড়ান্দী গ্রামের এক কৃষকের দেড় বিঘা জমির ফলন্ত লাউ গাছ কেটে তছরুপ করা হয়েছে। গত সোমবার গভীর রাতে এ তছরুপের ঘটনা ঘটে। পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ক্ষতিগ্রস্ত কৃষক অভিযোগ করেছেন। এ ঘটনায় তার প্রায় ৬০ থেকে ৭০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার রায়পুর ইউনিয়নের পশ্চিম বাড়ান্দী গ্রামের মৃত হাসমত আলীর ছেলে কৃষক আবু তালেব (৪৮) মাঠে প্রায় ২ বিঘা জমিতে লাউয়ের চাষ করেছেন। ক্ষেতের লাউ গাছ ফলন্ত হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি লাউ তুলতে গিয়ে দেখেন শক্রতা করে কে বা কারা তার ক্ষেতের ২ বিঘার মধ্যে দেড় বিঘা লাউ কেটে তছরুপ করেছে। কৃষক আবু তালেবের অভিযোগ এ ঘটনার সাথে একই গ্রামের কেরামত আলীর ছেলে ইব্রাহিম ও মোবারক হোসেন জড়িত থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন।